দক্ষিন দিনাজপুরের নতুন চায়ের সন্ধান। সেখানে নলেন গুড়ের চায়ের সন্ধানে স্থানীয়দের পাশাপাশি দূর দুরান্ত থেকেও মানুষজন আসছেন। এমনকি প্রতিদিনই চায়ের চাহিদা বাড়ছে। মানুষজন সকলে এসে ভিড় জমাচ্ছেন বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে সঞ্জিত শীলের চায়ের দোকানে। জানা গেছে, প্রায় মাস খানেক আগে থেকেই সঞ্জিতবাবু নলেন গুড়ের চা বিক্রি করছেন। প্রথম দিকে এই চা বিক্রি করা নিয়ে একটু সংশয় থাকলেও পরে এর চাহিদা বেড়ে যাওয়ায় খুশি তিনি। নলেন গুড়ের চায়ের ছোট ভাড় ৫ টাকা এবং বড় ভাঁড় ১০ টাকা। প্রসঙ্গত, সঞ্জিত শীলের বাড়ি বুনিয়াদপুর পৌরসভার বুনিয়াদপুর স্টেশন এলাকায়। দীর্ঘদিন ধরে তিনি বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে চা বিক্রি করে আসছেন। বরাবরই তিনি একটু নতুনত্বে বিশ্বাসী ছিলেন। তার হাতে নলেন গুড়ের চা পান করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।
