এখনও মেলেনি সমাধান সূত্র। তাই এবার বিক্ষোভকে অন্য মাত্রা দিতে প্রস্তুত আন্দোলনকারীরা কৃষকদের। তাঁদের দাবি, তাদের প্রতিবাদের অন্য দিক হিসাবে তারা প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির রাস্তায় তাঁরা ট্র্যাক্টর নিয়ে প্রতিবাদে নামবেন৷ ২৬ জানুয়ারি বড় আকারে দিল্লিতে হবে প্রতিবাদ৷ প্রতিটি ট্র্যাক্টরে লাগানো থাকবে তিরঙা৷ এমনটাই কৃষকদের তরফ থেকে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে৷
