সবের সাথে পা মিলিয়ে ফের স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা মেট্রো। সোমবার অর্থাৎ ৪ জানুয়ারি থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, সাথেই বাড়ছে সময় সূচীও। নোয়াপাড়া ও কবি সুভাষ দুই প্রান্তিক স্টেশন থেকেই মেট্রো ছাড়বে সকাল ৭টায়। শেষ ট্রেন মিলবে রাত সাড়ে ১০টায়। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, নিউ নরমালে মানুষ মেট্রো সফরে অভ্যস্ত হয়েছেন। ধীরে ধীরে মানুষ যেমন সচেতন হচ্ছেন, ঠিক তেমনি মানুষের মেট্রো প্রয়োজনীয়তা বাড়ছে। তাই পুরনো ছন্দে মেট্রো ফিরছে নতুন বছরেই। সাথেই মেট্রো সূত্রে আরও জানা যাচ্ছে, ১১৪ জোড়া মেট্রো ৭ মিনিট অন্তর চালানো হবে। রবিবারেও পরিষেবা স্বাভাবিক থাকবে। শনি ও রবিবার যে সব যাত্রী মেট্রো সফর করবেন তাদের জন্যে লাগবে না কোনও ই-পাস। তবে টোকেন ব্যবস্থা এখনই চালু হচ্ছে না।
