কলকাতায় আবারও বাড়ল কন্টেইনমেন্ট জোনের সংখ্যা। পুরসভার নির্দেশিকা অনুযায়ী নতুন করে কনটেন্টমেন্ট জোনের আওতায় বেশ কিছু এলাকা। অক্টোবর মাসে শহরে মাত্র একটি কন্টেইনমেন্ট জোন ছিল কিন্তু এখন সেই সংখ্যাটা বেড়ে হল তিনটি। এরফলে শহরে আবারও বাড়ছে উদ্বেগ, এখনও পর্যন্ত করোনা সংক্রমণ এবং মৃত্যুর দিক দিয়ে রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে কলকাতা। সূত্রের খবর, নতুন কন্টেইনমেন্ট জোনের তালিকায় রয়েছে বালিগঞ্জ,টালিগঞ্জ এবং ভ্যালি পার্কের একটি করে এলাকা, এর আগে কলকাতার শুধুমাত্র বালিগঞ্জের একটি এলাকা কন্টেইনমেন্ট জোন ছিল। এরফলে শহরবাসীর মধ্যে কন্টেইনমেন্ট জোনের সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে।
