মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়ের নামে, বাগবাজারে ভস্মীভূত হাজারি বস্তির নামকরণ করতে চলেছে রাজ্য প্রশাসন৷ সূত্রের খবর, ওই বস্তির নতুন নামকরণ হবে ‘মমতা কলোনি। বুধবার সন্ধ্যে বাগবাজার ব্রিজের কাছের ওই বস্তিতে ভয়াবহ আগুন লেগে গোটা বস্তি ভস্মিভূত হয়ে যায়। আশ্রয়হীন হয়ে পরে বস্তির মানুষজন। ইতিমধ্যেই বৃহস্পতিবার সেই এলাকা পরিদর্শন করে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জানা গিয়েছে, ওই জায়গায় ১০৮ টি ঘর তৈরি করা হবে৷ আপাতত বাগবাজারের উইমেন্স কলেজের ফাঁকা ক্লাসরুমেই আশ্রয়হীন মানুষদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
