কৃষক আন্দোলনের আঁচ ছড়িয়েছে গোটা দেশে। এই পরিস্থিতিতে কৃষি আইনের সমর্থনে মধ্যপ্রদেশের কৃষকদের উন্নয়নের কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ‘কিষান কল্যাণ’ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন তিনি। এদিন তিনি কৃষকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন,আমি শুধু চাই কৃষকদের জীবন আরও সহজ হয়ে উঠুক। কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ ও উন্নয়ন চাই আমি। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া হবে।” সাথেই তার বক্তব্যে স্পষ্ট হয় যে আপাতত কৃষি আইন বাতিল হবে না।
