ডিসেম্বরের প্রথমার্ধে চালু হতে পারে মাঝের হাট ব্রিজ। পূর্ত দফতর সূত্রে এমনই জানা গেছে। আপাতত চলছে শেষপর্যায়ের কাজ চলছে। পরীক্ষা করা হচ্ছে ভার বহন ক্ষমতা। দ্বিতীয় হুগলি সেতুর আদলে বসানো হচ্ছে কেবল। কেবল সংকোচন, প্রসারণ নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চলছে, আর তাতে পাশ করলেই সবুজ সংকেত দেওয়া হবে মাঝেরহাট ব্রিজ খুলে দেওয়ায়। পাশাপাশি অপেক্ষা করা হচ্ছে রেলওয়ে সেফটি কমিশনে ছাড়পত্রেরও।
