প্রয়াত হলেন বিশ্বের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার পিয়ার কার্ডিন। গতকাল অর্থাত্ ২৯শে ডিসেম্বর না ফেরার দেশে চলে যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর। তাঁর পরিবার জানিয়েছেন, বার্ধক্য জনিত সমস্যার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। পিয়ার কার্ডিনের মৃত্যুতে শোক ছড়িয়েছে ফ্যশন মহলে।
