জীবনাবসান প্রবীন কংগ্রেস নেতা মোতিলাল ভোরার। জানা গেছে, তিনি অসুস্থ হয়ে পড়ায় গতকাল রাতে এসকোর্ট হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। দীর্ঘদিন কংগ্রেসের কোষাধ্যক্ষ ছিলেন তিনি। পাশাপাশি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ও উত্তরপ্রদেশের রাজ্যপালের দায়িত্বও পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩। প্রসঙ্গত, গতকালই ছিল তাঁর জন্মদিন। এছাড়া দিন কয়েক আগেই প্রয়াত হয়েছেন আহমেদ পটেল। তবে ভোরার মৃত্যুতে কংগ্রেস মহল গভীর শোকাহত।
