কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর উদ্যোগে রাজ্যের চাষীদের সুবিধার্থে চালু করা হল কিষান স্পেশাল ট্রেন। তারকেশ্বর থেকে আসামের ডিমাপুর পর্যন্ত চলবে এই ট্রেন। শুক্রবার সকালে তারকেশ্বর স্টেশন থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই স্পেশাল ট্রেনের। উদ্বোধন করেন ইস্টার্ন রেলওয়ের আধিকারিকরা। জানা গেছে, প্রতি শুক্রবার তারকেশ্বর স্টেশন থেকে সকাল দশটায় ছাড়বে এই কিষান স্পেশাল ট্রেন। আলু, পিয়াজ টমেটো সহ বিভিন্ন কৃষিজ ফসল সরাসরি ডিমাপুরে রপ্তানি করতে পারবেন কৃষকরা। পাশাপাশি ট্রেনের ভাড়া ৬০ শতাংশ মুকুব করা হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে।
