করোনার নতুন স্ট্রেনে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে গোটা বিশ্বে। যআর জেরে বন্ধ ছিল কলকাতা লন্ডন বিমান। তবে সতর্কতা মেনে অবশেষে চালু করা হল কলকাতা লন্ডন বিমান। শুক্রবার ২৫৬ জন যাত্রী নিয়ে লন্ডন থেকে দিল্লি পৌঁছল বিমান। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ২৩ জানুয়ারি পর্যন্ত প্রতি সপ্তাহে ব্রিটেন থেকে ভারতগামী ১৫টি করে বিমান দেশে নামবে। একইভাবে ১৫টি বিমান উড়ে যাবে লন্ডনে। মোট ৩০ টি বিমান যাতায়াত করবে।
