অযোধ্যার ধন্নিপুরে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে পারে আগামী প্রজাতন্ত্র দিবসে। ‘উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডে’র তরফে এবিষয়ে চূড়ান্ত ঘোষণা হতে পারে কিছুদিনের মধ্যেই। পাঁচ একর জমির উপরে তৈরি হতে চলা মসজিদটি আকারে বাবরি মসজিদের চেয়ে বড় হবে বলে জানা গেছে। এবং সেটি দেখতে পুরোপুরি রামজন্মভূমিতে অবস্থিত মসজিদটির মতো হবে না। প্রসঙ্গত, মসজিদের ব্লু প্রিন্ট তৈরি হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছিল। ১৯ ডিসেম্বর সেটিও প্রকাশ করা হবে।
