শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। শুক্রবার সকালে উডল্যান্ডস হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে তাঁর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে। শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরে উডল্যান্ডস হাসপাতালে ভরতি হয়েছিলেন। রক্তচাপ, অক্সিজেনের মাত্রা আপাতত স্বাভাবিক। ধীরে ধীরে সাড়া দিচ্ছেন। তবে ভেন্টিলেশনের মাত্রা কমলেও, তা চলছে। এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রীর সংকট পুরোপুরি কেটেছে বলে জানাতে পারছেন না চিকিৎসকরা। প্রথমদিকে তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা অনেকটা কমে যাওয়ায় বেশ উদ্বেগ ছিল। তবে ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টে তাঁকে ভরতি করানোর পর অক্সিজেন দেওয়া হয়। ধীরে ধীরে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অসুস্থতার দিকে গোড়া থেকেই নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি বনগাঁ থেকে ফিরেই সোজা চলে গিয়েছিলেন উডল্যান্ডস হাসপাতালে। সবটা নিজে খতিয়ে দেখেন।
