প্রায় ২০০ বছরেরও বেশী প্রাচীন মেলা পশ্চিম মেদিনীপুরের ওলদাচন্ডীর মেলা। মকরসংক্রান্তি উপলক্ষ্যে প্রতিবছরই এখানে জনসমাগম হয়। দেবী চণ্ডী হলেন এখানকার আরাধ্য দেবী। এই উপলক্ষ্যে এখানে মেলার আয়োজন করা হয় ওলদাচন্ডী মেলা কমিটির পক্ষ থেকে। লৌকিক বিশ্বাসকে কেন্দ্র করে প্রতিবছরই মেলা হয়ে আসছে ওলদাতে। এই মেলার বিশেষত্ব হল পায়রা ওড়ানো। সংক্রান্তির দিন পায়েস, খিচুড়ি মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করা হয়। তবে এবছর করোনা আবহে লোকজনের সমাগম তেমন হয়নি। এমনটাই জানালেন কমিটির সদস্যরা। তবুও ভক্তরা আসছেন, মনষ্কামনা পূরণে মায়ের পুজো দিচ্ছেন। শুধু মকর সংক্রান্তির দিন নয়, প্রতি শনিবার ও মঙ্গলবার নিয়মিত পুজো হয় এখানে। এই মেলায় বিশেষ জনজাতিভুক্ত সম্প্রদায়ের মানুষজনও অংশগ্রহণ করেন। এই পুজোর নিয়ম অনুযায়ী সন্ধ্যের মধ্যে মায়ের পুজো শেষ করতে হয়। মানুষের বিশ্বাস, এখানকার দেবী খুব জাগ্রত। সমস্ত নীতি নিয়ম আনন্দ থাকলেও এবছর তা কিছুটা ভাটা দিয়েছে করোনা নামক মহামারী।
