সোমবার থেকে শুরু হচ্ছে কোভিড ভ্যাকসিনের ড্রাই রান। ২৮ ও ২৯ ডিসেম্বর অন্ধ্র প্রদেশ, পঞ্জাব, গুজরাট এবং আসামে চলবে দু-দিনের ভ্যাকসিন ড্রাই রান। টিকা মজুতের স্টোরেজ পরীক্ষা, সেখান থেকে টিকা টিকাকরণ কেন্দ্রে নিয়ে যাওয়া, টিকাকরণ কেন্দ্রে চিকিৎসাকর্মী ও টিকাগ্রহীতাদের নিয়ে যাওয়া, করোনা সুরক্ষাবিধি পালন,এবং অ্যাপে টিকাকরণের তথ্য আপলোড ইত্যাদি নানা কিছুর ট্রায়াল রান, এই কর্মসূচির লক্ষ্য। এই চার রাজ্য ভ্যাকসিনের ড্রাই রান চলাকালীন রেকর্ড করা হবে গোটা বিষয়টি। তারপর চলবে পর্যবেক্ষণ। জানা গেছে এই চারটি রাজ্যে পাঁচটি ধাপে ভ্যাকসিন দেওয়া হবে।
