শ্রীরামপুর নওগাঁঁ মোড়ের রাস্তার বেহাল দশা। রয়েছে গর্ত। যে কোন সময় ঘটতে পারে দূর্ঘটনা। প্রত্যেক দিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে এই জিটি রোডের উপর দিয়ে। শনিবার সকালে শেওড়াফুলি বিজেপি মন্ডলের পক্ষ থেকে রাস্তার উপর কলা গাছ পুঁঁতে প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, এই রাস্তা দিয়ে প্রচুর যানবাহনের যাতায়াত। বারবার প্রশাসনের কাছে আবেদন করলেও রাস্তা সংস্কারে কোনো পদক্ষেপ গ্ৰহণ করেনি। এমনকি ব্যস্ততম রাস্তায় নিকাশী নালার উপরে স্ল্যাব ভাঙা অবস্থায় পড়ে রয়েছে দিনের পর দিন। প্রশাসনের নজর যাতে পড়ে তার জন্যই কলাগাছ পুঁতে প্রতিবাদ বলে দাবী বিজেপির। সমস্যার সমাধান না হলে পরবর্তী সময় আরো বৃহত্তর আন্দোলন হবে বলে জানিয়েছেন তারা।
