বৃষ্টির জেরে ক্রমশ খারাপ হচ্ছে হায়দ্রাবাদ শহর। কিছুদিন ধরে তেলেঙ্গানার অন্য এলাকাগুলিতেও প্রবল বৃষ্টিপাত হচ্ছে। তবে হায়দ্রাবাদের মত অবস্থা হয়নি। এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি ক্ষতি হয়েছে কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি। শনিবার রাত থেকে আবার বৃষ্টি শুরু হওয়ায় শহরের বেশিরভাগ এলাকাই জলমগ্ন হয়ে পড়েছে। এর ফলে বেশিরভাগ জায়গাতেই বন্ধ হয়েছে যান চলাচল। আবার এর মাঝেই আবহাওয়া দপ্তর থেকে আগামী চার দিন ভারী বৃষ্টিপাত হবে বলে সতর্ক করা হয়েছে। ফলে আরও বাড়ছে আতঙ্ক।
