করোনা আতঙ্কে ফের একবার সোমবার থেকে বন্ধ হচ্ছে ব্রিটেনের সব সীমান্ত। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন দেশবাসীকে নিরাপদে থাকতে অনুরোধ জানিয়েছেন। সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ঝুঁকি এড়াতে দেশে ঢোকার সমস্ত পথ আপাতত বন্ধ থাকবে। শুধু তাই নয়, দেশে ঢুকলেই ১০ দিনের নিভৃতবাসে থাকতে হবে দেশবাসীকে। দেশের পরিস্থিতি এতটাই সঙ্কটজনক যে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা করেছেন, সোমবার স্থানীয় সময় ভোর চারটে থেকে দেশের সব সীমান্ত বন্ধ করে দেওয়া হবে।
