হুগলীর বৈদ্যবাটীর ১১ নম্বর রেলগেট পারাপারের রাস্তা কয়েক মাস ধরে বেহালদশা হয়ে পড়ে রয়েছে। যার জেরে নিত্য দিন ঘটছে দূর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ সামান্য বৃষ্টিতে রাস্তার উপর জল দাঁড়িয়ে চলাচলের অযোগ্য হয়ে পরে। ফলে জানজট এবং বাইক,টোটো উল্টে দূর্ঘটনা লেগেই রয়েছে। সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পথ চলতি সাধারন মানুষ। পূজোর আগে ঠিক হবে কিনা এই ব্যাস্থতম রাস্তা,তা নিয়ে প্রশ্ন সবার। এই রাস্তার বেহালদাশার কথা স্থানীয় বাসিন্দারা জানান চাঁপদানির বিধায়ক তথা বিরোধী দলনেতা আব্দুল মান্নানকে। সমস্যার কথা শুনে ছবি তুলে এবং লিখিত ভাবে জানানো হয়েছে হাওড়ার ডিআরএমকে। আব্দুল মান্নানকে রাস্তা ঠিক করার আশ্বাস দিয়েছেন ডিআরএম। সেই আশায় রয়েছেন বৈদ্যবাটীর মানুষ।
