শুক্রবার মন্ত্রীত্ব পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর সেদিন থেকেই আরও দলমুখী হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শুক্রবার কালীঘাটে নিজের বাসভবনে জরুরি বৈঠক করেন তিনি। সূত্রের খবর, আগামী ৭ ডিসেম্বর থেকে রাস্তায় নামছেন মমতা বন্দোপাধ্যায় নিজেই। চলতি সপ্তাহেই বাঁকুড়া সফরে রাজনৈতিক সভা করেন তৃণমূল নেত্রী। রাজনৈতিক মহলের মতে শুভেন্দু অধিকারী যে সব জেলার দায়িত্বে ছিলেন, সেই সব জেলায় সফর করবেন তিনি।
