বাংলা সফরের পরেই রবিবার করোনায় আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ করোনায় আক্রান্তের হবার কথা তিনি নিজেই জানান। জে পি নাড্ডা জানান, প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পরই আইসোলেশনে রয়েছেন তিনি। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তবে খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে নাড্ডার আরোগ্য কামনা করে ট্যুইট করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
