স্থগিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নন্দীগ্রামের সভা। ৭ই জানুয়ারি শহিদ দিবস উপলক্ষ্যে তিনি যাচ্ছেন না নন্দীগ্রাম। তবে শহিদ দিবসের অনুষ্ঠান হচ্ছে। শহিদ দিবসের অনুষ্ঠানে হাজির থাকবেন সুব্রত বক্সি এবং জেলা তৃণমূল নেতৃত্ব। মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে সভা করতে কবে যাবেন, তা আপাতত এখনও স্থির হয়নি। পাশাপাশি ৮ জানুয়ারী নন্দীগ্রামে সভা করবেন শুভেন্দু অধিকারী। তবে ঠিক কি কারণে মুখ্যমন্ত্রী তাঁর রাজনৈতিক সভা বাতিল করলেন তা এখনও জানা যায়নি।
