মঙ্গলবার রাত জলপাইগুড়ির ধুপগুড়িতে জলঢাকা সেতুর কাছে বরযাত্রীদের গাড়ির উপর উল্টে যায় একটি পাথরবোঝাই ট্রাক। যার জেরে প্রাণ হারিয়েছেন ১৪ জন। মৃতদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী শোক প্রকাশ করে মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ধূপগুড়িতে মৃতদের পরিবারকে আড়াই লাখ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করবে সরকার। অন্যদিকে দুর্ঘটনায় আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য। আর নাবালক-নাবালিকা যারা আহত হয়েছে দুর্ঘটনায়, তাদেরকে ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে।প্রসঙ্গত, আহতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। একইসঙ্গে তিনি জানান, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে ২ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। একইসঙ্গে যাঁরা দুর্ঘটনায় জখম হয়েছেন, তাঁদেরকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।
