নয়া উদ্যোগ কেন্দ্রীয় সরকারের। পরিযায়ী ছাত্রছাত্রীদের ফের স্কুলমুখী করার জন্য নতুন নির্দেশিকা জারি করা হল শিক্ষা মন্ত্রকের তরফে। তাতে বলা হয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া বন্ধ হয়েছে, তাদের চিহ্নিত করবে সরকার। তারপর তাদের জন্য অনলাইন বা অফলাইন ক্লাসের ব্যবস্থা করা হবে। নির্দেশিকায় বলা হয়েছে, ৬ থেকে ১৮ বছর বয়সি স্কুলছুট পড়ুয়াদের খুঁজে বার করবেন শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা। তারপর স্কুলছুট ছাত্রছাত্রী ও বিশেষ দরকার সম্পন্ন ছাত্রছাত্রীদের বাড়ি থেকেই ক্লাস করার ব্যবস্থা করতে হবে। এছাড়াও প্রতি শিক্ষাবর্ষের শুরুতে ‘স্কুল চলো অভিযান’ ও ‘প্রবেশ উৎসবের’ মাধ্যমে স্কুলে ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করতে হবে।
