তৃণমূল নেতা কল্যান বন্দোপাধ্যায়ের আক্রমনে আবারও কেন্দ্র। বিজেপি সরকারকে আবারও কটাক্ষ করে তিনি নান মন্তব্য করেন। তাঁর বক্তব্য অপরাধে যারা গ্রেফতার হচ্ছে তারা সবাই সেন্ট্রাল গভমেন্টের লোক। ঠিকমত তদন্ত করা হলে কেন্দ্রের অনেক মন্ত্রীর নামও আসবে। পাশাপাশি নাম না নিয়ে শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেন তিনি। জনগন ভোলে না কিছু মনে রাখে সবই,কে কার জন্য এগিয়েছে কে কোথায় সুবিধা পেয়েছে তা সকলেরই জানা। মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে গদ্দারী করছে যারা মানুষ তার উত্তর সময় মত দিয়ে দেবে।
