গরু পাচার কাণ্ডের এক অন্যতম অভিযুক্ত এনামুল হক। CBI আদালতে তলবের পরেই এনামুল হকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। তবে এবার এনামুলের করোনা পরীক্ষা নিয়ে তৎপর সিবিআই। জানা যাচ্ছে, বেলেঘাটা আইডি হাসপাতালে ফের কোভিড-১৯ টেস্ট হবে তাঁর। তবে কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ হলে, রিপোর্ট পাওয়ার ৭ দিনের মধ্যে আসানসোলের বিশেষ CBI আদালতে হাজিরা দিতে হবে এনামুল হককে।
