বধু নির্যাতনের শিকার নদিয়ার তাহেরপুরের দক্ষিনপাড়া। নির্যাতিতার নাম সান্তনা রায়। এবং স্বামী শুভংকর রায়। জানা গেছে সান্তনা দেবীর বছর পাচেক আগে দেখাশোনা করে বিয়ে হয়েছিল চাকদার গতাবাড়ি এলাকায়। বিয়ের পর থেকেই মানসিক ও শারিরিক ভাবে অত্যাচার করতেন তার স্বামী ও শাশুড়ি। নির্যার্তিতার অভিযোগ বিয়ের সময় তার শ্বশুড় বাড়ির লোকজন তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং বিয়ের পর বাপের বাড়ির কাছ থেকে টাকা আনার চাপ দিতেন। বাধ্য হয়ে সান্তনা রায় তার ৩ বছরের শিশুপুত্রকে নিয়ে বাপের বাড়িতে আশ্রয় নেন। কিন্তু তার বাপের বাড়ির আর্থিক অবস্থা স্বচ্ছল নয়। এরপর ওই গৃহবধু রানাঘাট মুখ্য ডাকঘরে একটি লিখিত অভিযোগ প্রশাসনের কাছে জানায়।এখন বিচারের আশায় প্রশাসন ও আইনের উপর একমাত্র ভরসা।
