গোটা পুরুলিয়া জুড়ে তৃণমূলের বিরুদ্ধে সরব বিজেপি। তৃণমূলের জনসভায় রামায়ণের সীতাকে নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে থানা ঘেরাও বিক্ষোভ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। সেইমতোই জেলার বাঘমুন্ডি থানাতেও এই কর্মসূচী পালন করলো বাঘমুন্ডি জেডপি ১৪ ও ১৫ এর মন্ডল বিজেপি কর্মীরা। প্রসঙ্গত, বিগত ২৫শে জানুয়ারি পুরুলিয়ার কাশিপুরে তৃণমূল কংগ্রেসের আয়োজিত প্রকাশ্য জনসভায় রামায়ণের রাম ও সীতাকে নিয়ে কুমন্তব্য করেন মদন মিত্র। এই কুরুচিকর মন্তব্য করায় সারা জেলা জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এদিন থানাগুলিতে বিক্ষোভ কর্মসূচী পালন হয়। বাঘমুন্ডি থানাতে এদিন মদন মিত্রর বিরুদ্ধে এফ আই আর করা হয় এবং পাশাপাশি তার শাস্তির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
