রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য সুখবর। করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ হয়েছে বহুদিন। পড়াশোনা চলছে অনলাইনে। এবার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত নিল মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। নির্দেশিকায় জানান হয়, চলতি বছরে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত কোন ছাত্র ছাত্রীর পরীক্ষা দিতে হবে না। পরীক্ষা ছাড়াই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরবর্তী ক্লাসে উঠে যেতে পারবেন। সাথেই জানান হয়েছে, যখনই স্কুল খুলবে তখন আগের ক্লাসের সিলেবাস পুরো শেষ করবে তারপর এই নতুন ক্লাসের সিলেবাস শুরু করতে হবে।
