কৃষি আইনের প্রতিবাদে উত্তাল গোটা দেশ। আন্দোলন আরও জোরদার করেছেন কৃষকরা। ইতিমধ্যে ভেস্তে গিয়েছে অষ্টম দফার বৈঠক। ১৫ জানুয়ারির পর ফের নবম দফায় বৈঠকে বসবে কেন্দ্র এবং আন্দোলনরত কৃষকদের সংগঠন। এই পরিস্থিতিতে সিংঘু বর্ডারে আবারও আত্মহত্যার পথ বেছে নিলেন এক কৃষক। জানা গিয়েছে, আত্মঘাতী ওই কৃষকদের নাম অমরিন্দর সিং। পুলিশ সূত্রে খবর, বিষ খেয়ে আত্মহত্যা করেন ৪০ বছর বয়সি ওই কৃষক।
