করোনা আবহে বন্ধ স্কুল,কলেজ,বিশ্ববিদ্যালয়। তবে আনলক-৫ শুরু হতে আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে। UGC গাইডলাইন অনুযায়ী হয়েছে স্নাতক ও স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা। তবে এবার বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া নভেম্বর মাসেও চলতে পারে বলে ইঙ্গিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। উচ্চ শিক্ষা দপ্তর ৩১ অক্টোবর এর ভিতর কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। তার মাঝেই শুরু হচ্ছে দুর্গাপুজোর ছুটি। ফলে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগেই মেধা চালিকা প্রকাশ করা হলেও ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি। সেই কথা মাথায় রেখেই বিজ্ঞানের ভর্তি প্রক্রিয়া এগোনো যায়নি বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর।
