বৃহষ্পতিবার একটি কমিউনিকেশন উপগ্রহ লঞ্চ করতে চলেছে THE INDIAN SPACE RESEARCH ORGANISATION তথা ISRO। আগামীকাল ভারতীয় সময়ে বিকেল চারটে নাগাদ একটি শ্রীহরিকোটা থেকে একটি উপগ্রহ লঞ্চ করা হবে। উপগ্রহ লঞ্চ করার কথা টুইট করে জানায় খোদ ISRO। উপগ্রহটির নাম দেওয়া
হয়েছে CMS-01। এই CMS-01 দেশের ৪২তম কমিউনিকেশন স্যাটেলাইট। এই উপগ্রহের ফলে ভারত, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ অঞ্চল জুড়ে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে বলে আশাবাদী ISRO।
