১৭তম “মহাদেব মেলা” অনুষ্ঠিত হলো পুরুলিয়া জেলার বুড়দার কয়রাবেড়া ডেমে। প্রতিবছরের মতো এবছরও বেশ জাকজমকপূর্ণ ভাবে বুড়দা ষোলোআনা কমিটির উদ্যোগে মহাদেব মেলা সম্পূর্ণ হলো। মেলায় টুসু প্রতিযোগিতা, মোরগ লড়াই সহ বেশ কিছু আকর্ষণীয় অনুষ্ঠান হয়। এই মেলায় মহিলা ও শিশুদের উপর বিশেষ সুরক্ষা রাখা হয়েছিল। মেলায় ভিড় সামাল দিতে মোতায়ন করা হয় পুলিশ। প্রতিবছরের মতো এবছরও বহু মানুষের সমাগম হয় এই মেলায়।