শুক্রবারই রক্তচাপ জনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রজনীকান্ত। শনিবার সকালে হাসপাতালের তরফে জানানো হয়েছে,রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে ওঠানামা করছে তাঁর। তবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এখনও পর্যন্ত তাঁর শারীরিক পরীক্ষায় উদ্বেগজনক কিছু পাওয়া যায়নি। তিনি আপাতত সবসময়ই চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন। চিকিত্সকরা জানিয়েছেন,রক্তচাপ দেখে তবেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
