টেট নিয়ে এবার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য সরকার তৃতীয় টেটের বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আগামী ৩১ জানুয়ারি টেট পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি টেট উত্তীর্ণদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়াও শুরু হতে চলেছে জানুয়ারিতে। এই দফায় মোট ১৬ হাজার ৫০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে।
