কৃষি আইন নিয়ে তোলপাড় গোটা দেশ। প্রায় ২ মাস ধরে চলা কৃষকদের আন্দোলনকে স্বীকৃতি দিল দেশের সর্বোচ্চ আদালত। নয়া কৃষি আইনের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। নয়া কৃষি আইন পর্যালোচনায় কমিটি গঠন করা হয়। সেই কমিটিকে কৃষি আইনের বিভিন্ন দিক, গ্রাউন্ড রিয়েলিটি খতিয়ে দেখে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। কমিটিতে থাকবেন কৃষি অর্থনীতিবিদ অশোক গুলাতি, হরসিমরত মান, প্রমোদ যোশী। পাশাপাশি কৃষকরা যাতে রাস্তা আটকে বিক্ষোভ না করে, রামলীলা ময়দানে তাঁদের আন্দোলন চালানোর জন্য নয়াদিল্লির পুলিশ কমিশনারের কাছে অনুমতি চান তার পরামর্শও দেন দেশের প্রধান বিচারপতি এসএ বোবদে।
