করোনার থাবায় স্থগিত করা হল ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। প্রথম ম্যাচটি হওয়ার কথা ছিল শুক্রবার। ম্যাচটি খেলা হবে আগামী রবিবার। জানা গেছে প্রোটিয়া শিবিরে এক ক্রিকেটারের করোনা রিপোর্ট পজিটিভ আসায় ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। সাউথ আফ্রিকার পক্ষ থেকে টুইট করে এই খবর জানানো হয়েছে।
