রাজ্য সরকারকে আবারও কটাক্ষ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে সহায়তা কেন্দ্র ভাঙচুরের ঘটনায় সোমবার নন্দীগ্রামে মৌন মিছিল করেন তিনি। এদিন মিছিল থেকে তিনি বলেন, প্রাণহানির ভয় তিনি পান না। প্রসঙ্গত, জানা যায় রবিবার শুভেন্দু অধিকারী সহায়তা কেন্দ্রে ভাঙচুর করেছে তৃণমূল। তবে গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ সহ এফআইআরও হয়েছে। আপাতত ওই সহায়তা কেন্দ্র বেশ কয়েকদিন বন্ধ থাকবে বলেও জানিয়ে দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন, “আমি অফিসটা বন্ধ রাখছি এখন। যারা পাঁচটা
পয়সা দেয় না, পাঁচতলা-ছ’তলা বাড়িতে থাকে, গুষ্টিসুদ্ধ চাকরি নিয়েছে, মাছের ভেড়ি, খাসজমি দখল করেছে, এই সমস্ত করেছে তারাই। তারাই আজকের এই ঘটনা ঘটাচ্ছে। আপনারা এইসবে ভয় পাবেন না।”
