সম্প্রতি উত্তর প্রদেশে হাথরাসে ১৯ বছরের এক দলিত তরুণীকে শারীরিক নির্যাতন করে পুড়িয়ে মারার মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সারা দেশজুড়ে প্রতিবাদে নেমেছেন সমাজের সকল মানুষজন সাথে চলছে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিও। গতকাল সম্পূর্ণ অরাজনৈতিক ভাবে রানাঘাট শহরের বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এবং তাদের শিক্ষক শিক্ষিকারা সন্ধ্যে সাতটা নাগাদ রানাঘাটের ১৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে রানাঘাটের মূল রাস্তা প্রদক্ষিণ করে এক মৌন মোমবাতি মিছিল করে। মিছিলে অংশগ্রহণকারীরা জানান, শুধু উত্তর প্রদেশ নয় দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত ঘটে যাচ্ছে এই ধরনের ঘটনা। মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল আয়োজন করলেও এ ধরনের অপরাধে আবারো যদি কখনো পথে নামতে হয় তাহলে আর মৌন থাকা যাবে না সাথে বদলাবে আন্দোলনের ধরণও। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত এধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা থেকে যায় বলেই তারা মনে করেন। এই মিছিলে নেতৃত্ব দানকারী শিক্ষক শিক্ষিকারা জানান, শুধু পড়াশোনাই নয়! একটি সুন্দর মানসিকতার মন গড়ে তোলা আমাদের কাজ। অন্যের বিপদে পাশে না দাঁড়ালে! আমাদের ছাত্র-ছাত্রী সমস্যা হলে অন্যরা দাঁড়াবে কেনো ? আন্দোলনের ইতিহাসে ছাত্র-যুবর ভূমিকা সবচেয়ে বেশি। তাই এই ছাত্র যুব সমাজ প্রতিবাদী হোক এই কামনাই করি।
