সারা দেশে করোনা গ্রাফ নিয়ন্ত্রণে এলেও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণ। বৃহস্পতিবার কেন্দ্র উদ্বেগ বাড়ানো চারটি রাজ্যকে চিঠি পাঠিয়েছে। তালিকায় রয়েছে বাংলা, কেরল, মহারাষ্ট্র এবং ছত্তিশগড়। কেন্দ্রের তরফ থেকে এই চার রাজ্যকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। কেন্দ্রের দাবি, যে চার রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে, গোটা দেশের প্রায় ৫৯ শতাংশ অ্যাকটিভ কেস এই রাজ্যগুলি থেকেই আসছে। এর পাশাপাশি করোনার নতুন স্ট্রেন নিয়েও আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে।
