ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর হার্টের কন্ডিশন খুব ভালো আছে। আগামিকালই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। ১৫ দিন পর পরবর্তী পদক্ষেপের জন্য হাসপাতালে আসলেই হবে। একটু বিশ্রাম নিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সৌরভ চাইলে ম্যারাথনেও দৌঁড়তে পারবেন। বিমানও ওড়াতে পারবেন। চাইলে ক্রিকেটও খেলতে পারবেন। মঙ্গলবার উডল্যান্ডস হাসপাতালে সৌরভ গাঙ্গুলিকে দেখে এমনই সার্টিফিকেট দিলেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জেন দেবী শেট্টি। শুধু সৌরভের খবরই নয়, ঘটনায় উদ্বিগ্ন গোটা দেশের আমজনতার জন্য চিকিত্সক দেবী শেট্টি বলেন, এই ঘটনা যে কারো সাথেই ঘটতে পারে। আগাম সতর্ক থাকা যায় অন্তত দশবছর আগে থেকে যদি সিটি স্ক্যানের মতো সামান্য পরীক্ষা করে দেখা যায়। সুস্থ থাকতে দু’বছরে একবার স্বাস্থ্যপরীক্ষা করা দরকার।
