সদ্য ছাড়া পেয়ে ফিরেছেন তার মধ্যেই আবারও হাসপাতালে ভর্তি হচ্ছেন সৌরভ গাঙ্গুলী। সূত্রের খবর, উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হবেন সৌরভ। আরও দুটি স্টেইন বসানো জন্যই হাসপাতালে ভর্তি হবেন সৌরভ। ডাক্তারদের সঙ্গে পরামর্শ করার পর এরকমই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে পরিবার সূত্রে খবর, এমনি তো সুস্থই আছেন মহারাজ। আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন সৌরভ।
