২৬ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে সম্মান জানিয়ে তিতুমির কেন্দ্রে পুরষ্কৃত করা হল। এবছর মহামারীর জেরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানও ছিল ভার্চুয়ালি। সেখানে শিশুশিল্পী থেকে আছেন প্রবীণ সাংবাদিক সহ বিশিষ্ট ব্যাক্তিরা। এবছর এই উৎসবের অন্যতম আকর্ষণ ইতালিয়ান চলচ্চিত্রকার ফেদেরিকো ফেলিনির একগুচ্ছ ছবি। দুপুর তিনটে থেকে শুরু হয় এই অনুষ্ঠান। মারন ভাইরাস করোনার জেরে সম্পূর্ণ অনুষ্ঠানটির অনলাইনের ব্যাবস্থা করা হয়। ইন্দো বাংলা আন্তর্জাতিক সম্মানে সকল বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানিত করা হয়। ‘দ্য ট্রুথ অ্যাবাউট লা দলচে ভিটা’ নামের একটা সেমি ফিকশনাল ছবি, যেটা তৈরিই হয়েছে ২০২০ সালে। ফেলিনির মৃত্যুর পরে ছবিটি বানিয়েছিলেন প্রযোজক গাইয়া গোভিনি। ফলে কলকাতায় এই ছবির প্রদর্শনও এই প্রথম।
