গুজরাট পর্যটনের এক নয়া উদ্যোগ নিল কেন্দ্র। রবিবার আমেদাবাদ থেকে কেভাডিয়া অত্যাধুনিক জনশতাব্দি এক্সপ্রেসের ভারচুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন তিনি জানান, এই পরিষেবা একদিকে যেমন গুজরাটে পর্যটক টানতে সাহায্য করবে, তেমনই কেভাডিয়ার আদিবাসীদের জীবন যাপনের মান্নোয়নে সাহায্য করবে।তবে শুধু কেভাডিয়া থেকে আমেদাবাদই নয়, কেভাডিয়া থেকে এমজিআর স্টেশন পর্যন্তও একটি ট্রেন চলাচল করবে। এদিন সেই ট্রেনটিরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই অত্যাধুনিক ট্রেন পরিষেবাও চালু হওয়ার ফলে পর্যটক সমাগম আরও বাড়বে বলে আশাপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।