বুধবারই দলীয় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর আজ অর্থাত্ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ ছাড়লেন তিনি,সাথেই তৃণমূল দলের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেন। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দলের সদস্যপদ সহ যাবতীয় পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু৷ চিঠিতে তিনি লিখেছেন, তৃণমূলে কাটানো সময়টুকু আজীবন তাঁর কাছে মূল্যবান হয়ে থাকবে৷ তাঁকে সুযোগ দেওয়ার জন্যও তৃণমূলনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷
