শেষমেশ দলীয় বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিকেল চারটে নাগাদ বিধানসভায় গিয়ে ইস্তফা পেশ করেন তিনি। বিধানসভার অধ্যক্ষ না থাকায় বিধানসভার সচিবের কাছেই বিধায়ক পদ থেকে ইস্তফা পত্র জমা দিয়েছেন শুভেন্দু। তবে অধ্যক্ষকে ইমেল করে ইস্তফাপত্র পাঠালেন। যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, ‘শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হচ্ছে না। কারণ, ‘ইস্তফাপত্র গ্রহণের এক্তিয়ার নেই সচিবের। তৃণমূলের সঙ্গে পাকাপাকিভাবে সম্পর্কছেদের প্রক্রিয়া আরও ত্বরান্বিত করলেন শুভেন্দু অধিকারী। এদিন মিনিট কুড়ি তিনি বিধানসভা ভবনে থাকলেও বেশিরভাগ সময় বারান্দায় পায়চারি করে সময় কাটিয়েছেন। সাংবাদিকদের এড়াতে গাড়ির পেছনের
সিটে বসেন ও কাচটিকে একটি সবুজ তোয়ালে দিয়ে ঢেকে দেন। ফলে চিত্র সাংবাদিকরা বিধানসভা ভবনের মধ্য তাঁর ছবি পেলেও গাড়ির মধ্যে বসা অবস্থায় তাঁর কোন ছবি পাননি। একটি কথাও বলেননি সাংবাদিকদের সঙ্গে। সুত্রের খবর, আগামীকাল নন্দীগ্রামে তাঁর ঘনিষ্ঠদের নিয়ে বৈঠকে বসবেন তিনি। তারপরেই ঠিক হবে পরবর্তী কর্মসুচী।
