সব জল্পনার অবসান। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান এখন সময়ের অপেক্ষা। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে জানা গিয়েছে, সম্ভবত শনিবারই বিজেপিতে যোগ দিতে চলেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। অমিত শাহের উপস্থিতিতেই শুভেন্দুর দলবদল হবে বলে শোনা যাচ্ছে। যদিও শুভেন্দু অধিকারীর তরফে এব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। মঙ্গলবার হলদিয়ায় স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের জন্মদিন উপলক্ষ্যে একটি অরাজনৈতিক সভা যোগ দেন শুভেন্দু। এদিন অরাজনৈতিক সভা থেকে তৃণমূলকে বিরাট তোপ দাগেন শুভেন্দু অধিকারী। বলেন, নন্দীগ্রাম আন্দোলন কোনও ব্যক্তির নয়, ওই আন্দোলন ছিল জনতার। তিনি এদিনও বলেন, কোনও পদের লোভ নেই তাঁর। ব্যক্তি আক্রমণ নিয়েও মুখ খোলেন শুভেন্দু। বলেন, যাঁরা তাঁকে আক্রমণ করছে তাঁদের অবস্থা অনিল বসুদের মতো হবে। এদিন হলদিয়া উন্নয়ন পর্ষদ নিয়েও ক্ষোভ উগড়ে দেন তিনি।
