আজ নন্দীগ্রামের শিবরামনগর বাজার থেকে বিরুলিয়া বাজার পর্যন্ত কৃষি বিলের সমর্থনে পদযাত্রা করেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের সভা থেকে তিনি বলেন ১৪টি এলাকায় ভো কাট্টা করে দেব। ভোট পেতে পারেন ৩টি এলাকায়। জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর।
নন্দীগ্রাম বিরুলিয়ায় এক সাধারণ কৃষক চিত্তরঞ্জন দাস এর বাড়িতে মধ্যাহ্নভোজন সারলেন শুভেন্দু অধিকারী। পরিবারের একজন সাধারন মেম্বার এর মতো মাটিতে বসে মধ্যাহ্নভোজন সারলেন তিনি। বিরুলিয়া গ্রামে আমফান ঘূর্ণিঝড় এ ব্যাপক হারে ক্ষয়ক্ষতি হয়েছিল ও ক্ষতিপূরণেও ব্যাপক হারে দুর্নীতির অভিযোগ উঠেছিল। শুভেন্দু কে কাছে পেয়ে সাধারণ মানুষজন তাদের সেইসব ক্ষোভ জানালেন।
