বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে বিজেপির তরফ থেকে এক জনসভার আয়োজন করা হয়। সেই সভায় উপস্থিত হয়ে শোভন চ্যাটার্জি বলেন, ভাইপোকে নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু পিসিকে নিয়ে বলছিনা কেন। আমাদের শুভেন্দুকে মঞ্চ থেকে তুই তোকারি করে আক্রমণ করেন তিনি। এত স্পর্ধা আসছে কোথা থেকে। কারণ পিসি তো মঞ্চ থেকে তুই তোকারি করেন। যুব নেতাকে তোতলা আক্রমণ করেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন আগামী দিনে বিজেপি
আসছে। বাংলায় মুক্তির পতকা উঠবেই উঠবে।
