বছরের শেষ রবিবারে প্রধানমন্ত্রীর মন কি বাত। এদিনের মন কি বাতে আত্মনির্ভরতার উপর জোর
দেন তিনি।বছর শেষের ‘মন কি বাতে’ কী বলবেন, তা নিয়ে দেশবাসীর পরামর্শ চেয়েছিলেন তিনি।
প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়ে অনেকে চিঠি লিখেছিলেন। এদিন বেশকিছু চিঠি পড়লেন প্রধানমন্ত্রী। তাতে দেশের
বিভিন্ন রাজ্যের মানুষের অভিনব উদ্যোগের কথা তুলে ধরেছেন।এদিন মোদি বলেন, “মহামারীর জেরে
গোটা বিশ্বে সরবরাহ ধাক্কা খেয়েছিল। কিন্তু এই বিপদই মানুষকে নতুন-নতুন উপায় শিখিয়েছে। এটাই
আত্মনির্ভরতা।” মহামারী পরিস্থিতিতে দেশবাসী স্বনির্ভর হয়েছে বলেও মনে করেন তিনি।
